পুরোনো কবিতা পুরোনো খাতায় লিখা
বারোদুয়ারীতে জ্বালিয়েছি হোমশিখা


সেই আগুনেতে পুড়িয়ে দিয়েছি স্মৃতি
মৌন বসেছি শেষ হলে প্রেমগীতি


বিষাদ জন্মে ভারী হয়ে উঠে মন
হাহাকার করে। যে মেয়েটির অজ্ঞন


লাগানো নয়ন ভালো লেগেছিল বেশ
তার দুই চোখে জমেছে অনেক ক্লেশ।



ভরা নদীখানা তাহারও শরীরে ক্ষত
সময় পেরিয়ে যাচ্ছে নিজেরই মত


আঘাত করছে দেহে মনে বারেবারে
কালবেলা হাসে বারোদুয়ারীর ধারে


আজ বেঁচে আছ আগামীতে তুমি মৃত
কিছুদিন পরে হবে চিরবিস্মৃত।।