যারে আমি বাঁধতে নারি তাকেই আমি দিই ফিরায়ে
আজ বেলা শেষে কষ্ট চেপে হাসি মুখে বিধির রায়ে।
ঈশান কোনে মেঘ করে আজ বিজলি হানে চমক
বিদায় বেলা ঢোল খোলে আর বাজে নাকো গমক।
শিউলি ফোঁটা শেষ হয়েছে বেলিও নেইকো আজ
বকুল ফুলেরা মেলে না কলি গোলাপের ঠোঁটে ভাঁজ।
সাগর বুক ফেনিয়ে ওঠে আছড়ে পরে তীরে ঢেউ
কিসের লাগি থাকবো বসে নেইতো হেথা কেউ।
দুঃখ হাসি সব একাকার বুকের মাঝে ওঠে তুফান
না জানি কখন আয় বলে ডাকে,ঐ দূরে পাতি কান।
কত পথ হেঁটেছি বাকি আর কত,ভাবি রাতভর শত
ভ্রকুটি হেনে স্মৃতিরা নাচে আঁখির সমুখে অবিরত।


-পরিমল কুমার হাওলাদার
৬ জুলাই, ২০২০
রাতে।