৷৷ গালি থেকে গরু বাদ ৷৷  


তোমাদের গালি হতে একটি শব্দ লবে তুলে
গরু ব্যাটা কি মুখ ফসকে বলল ভুলে!


গালি দিতে আর বলা যাবে না গরু!
কুঁচকে গেল কথা শুনে মানুষের ভ্রু।


বলো কি!তোরাতো বোকা শ্রেষ্ট জগৎ মাঝে
এটা তোদেরই প্রাপ্য,মিথ্যা মরিস লাজে।


গরু কহিল দেই দুধ,দেই মাংস,দেই শ্রম
এতকিছু নাও তবু কেন তোমাদের এত ভ্রম?


মিষ্টি মন্ডা দই সন্দেশ পায়েস মাখন
যখনি যা চাও মোদের কল্যানে পাও যে তখন।


কোর্মা কালিয়া রেজালা ভুনা বার্গার কাবাব
আমাদের মাংসে যত খাও বাহারের নেইকো অভাব।


ব্যাগ জুতা বেল্ট চিরুনী বোতাম উৎকৃষ্ট জৈব সার
আমাদের থেকেই গড়ে নাও তোমরা যখনই যা দরকার।


শিশুখাদ্যে রোগিপথ্যে দুধ তোমাদের চাই
কৃষিকাজে মাড়াইয়ে আমাদের জুড়ি নাই।


হিন্দুমতে গরু "পবিত্র মাতা" মাতৃতুল্য
তারা বলে আমরা নাকি দেবতার সমতুল্য।


মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে দেয় কোরবানী
মুসলিমদের কাছে আমরাই প্রিয় প্রাণী।


ফিবছর বাছুরে গোয়াল ভরাই তোমরা থাক চামে
তোমাদের জন্য সবকিছু করি, আমাদেরই বিধি বামে।


আমাদের আছে সন্তান সন্ততি সমাজ সংসার
অন্যকিছু খোঁজো, আমাদের অপমান কি দরকার?


বুদ্ধির কথা যদি বল তা খানিক আছে মোদের
বোকা হলে ভালবেসে এতকিছু কি দিতাম তোমাদের?


তোমরা বানিয়েছ বুদ্ধিহীন যন্ত্র কম্পিউটার ল্যাপটপ
কেড়ে নেয় তোমাদের দৃষ্টি,ঘুম, আবেগ, অনুভুতি সব।


পকেট কাটে বছর শেষে নতুন ব্রান্ড নামে
সন্তান জন্মের বদলে মরে গিয়ে একেবারে থামে।


নেট বিল প্রিপেইড পোস্ট পেইডের নামে
নিচ্ছে রক্তচোষারা সব শুষে,কখনো না থামে।


শুনিয়াছি তোমরা নাকি সবার সেরা বুদ্ধি ও জ্ঞানে
কে মাপিয়াছে কে গরিয়াছে নিয়ম,কেবা জানে?


নিজেরাই নিজেদের দিয়াছো উপাধি শ্রেষ্ঠ প্রাণিকুলে
তবে তোমাদের 'গরু' বলে দেয়া গালি এবার নাও তুলে।


গালি যদি দিতে চাও দাও 'কম্পিউটার' বলে
পৃথিবীর একমাত্র বুদ্ধিহীন,ওটা ওদেরই দেয়া চলে।