৷৷ লাল গোলাপের ঠোঁটে ৷৷  


ভালবাসি তাই, পায়রার ঠোঁটে চিঠি লিখি তোমায়।
সাদা মেঘের ভেলায় ভেসে যাই চাঁদের দেশে,
তোমায় ছুঁতে।
সেথায় চাঁদের বুড়ির গল্প শুনি,
রূপকথার পরীদের সাথে খেলা করি,
অজানা রাজ্যে তোমায় খুঁজে ফিরি ঘুরে ঘুরে।
নীল আকাশের তারার ফুল তুলে
তোমার জন্য মালা গাঁথি।
রাত বাড়ে,নিস্তব্ধতা বাড়ে,তোমার দেখা মেলেনা।
বেদনায় আমার হৃদপিন্ডটা নীল হয়।
কুয়াশার চাদর হতাশা হয়ে ঢেকে দেয়
জ্যোৎস্নার আলো।
ক্রমে রাতের জানালায় উঁকি দেয়
পুব গগণে জেগে ওঠা সূর্যের লাল আভা।
হয়তো এবার তুমি আসবে
ভোরের পাখি হয়ে,হয়তো প্রজাপতি হয়ে,
হয়তো ভালবেসে একটা মিষ্টি চুম্বন করবে
আমার বাগানের লাল গোলাপটার ঠোঁটে!


২১ জানুয়ারি ২০১৯