৷৷ মুক্তি কোথা ৷৷


শান্তি কোথা? শান্তি কিসে?
খুঁজতে গিয়ে জীবন যায়
সুখ শান্তির হিসাব শেষে
তাদের পিছুই আবার ধায়।


সং সাগরে সংয়ের খেলা
লক্ষ জ্বালা,কথার মালা
সত্যি মিথ্যা হাজার গন্ডা
একটাও কি যায়রে ভোলা?


একটা ঢাকতে সাতটা বলা
সাতশ রকম মনে চলা
হাজার রাস্তা মারাতে গিয়ে
যায় কি এড়ানো ছলাকলা?


পরের ধনে লোলুপ চোখ
চকচকিয়ে শান্তি খোঁজে
হাজার পথে চায় যে পেতে
কিছুতে কি মনটা বোঝে?


লোভের নেশা বড় নেশা
মনকে গরীব দেয় বানিয়ে
হাজার কিছু থাকলে পরেও
খুঁতখুঁতানি হয়না তা নিয়ে?


চোখ যে টাটায় কটকটিয়ে
মুখে গড়ায় লোলুপ লালা
মন করে যে ধুপুর ধাপুর
বিবেক বুদ্ধি হয়না কালা?


মুক্তি কোথা? মুক্তি কিসে?
মিলবে মুক্তি কতদিনে?
আপন মনে খুঁজতে হবে
নিজে নিজেই লবে চিনে।


১৬ জানুয়ারি ২০১৯