অতঃপর আরও একবার আশা নিয়ে বুক বেধেছিলাম
আশার বুকে চরম চাপর খাব জানা ছিল না বৈকি।
ততদিনে কে শত্রু,কে মিত্র
জেনে গেছি বেশ।
অতপর  আরও একবার আশা নিয়ে বুক বেধেছিলাম
আশার বুকে চরম চাপর খাব জানা ছিল না বৈকি।
ততদিনে কিসে আনন্দ, কিসে ক্লেশ
জেনে গেছি বেশ।
জি বৈকি, আরও একবার আশা নিয়ে বুক বেধেছিলাম
না না,আমি নেশাগ্রস্ত নই,উফফ মশাই আপনি বুঝতে পারছেন না।
নেশাগ্রস্তের পায়ে শিকল থাকে,
মোহগ্রস্তের গায়ে ডানা থাকে,
সেই ডানা মেলে মুগ্ধতার সাত আসমান পাড়ি দেয়
সে সারারাত সারাদিন।
এহেন ব্যাখ্যায় চিরসুখী নিন্দুকেরা আমাকে উপহাস করে বললো,"উইপোকার পাখা গজায় মরিবার তরে।"
আমার মতিভ্রম হয়েছিল কিনা বলতে পারছিনা কিন্তু
ডানা পেয়েছি বিধায় উড়োজাহাজ মনে করে আকাশব্যাপি উড়ে বেড়াচ্ছিলাম।
যেমন বৃষ্টির দিনে বিদ্যুৎ ফলকের দুই তারের মাঝে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পতন ঘটে সুবোধ কাকের,
সেদিন আমার প্রেমের কেরোসিনে জ্বলতে থাকা
প্রদীপ তুমি নিভিয়ে দিয়ে গেলে
আমি অন্ধ হয়ে মাঝ আকাশে আক্রান্ত হলাম
তীব্র বজ্রপাতের ঘায়ে।
নিথর কাকের পাশে
আশাগুলো রয়েছে কাদায় লেপটে।