মরদ টা মোর সেই যে গেলেক পুলিশ হইয়ে,
আর তো আসছেক নাইরে।
নকুড়ির বেশি দিন হবে,  
সেবার এলো বাটি ছাঁটা চুলে
আহা! কোঁকড়া ঝাঁকড়া সেইগুলান ধরে
টেনে আনতাম বুকের মাঝে,
গেলো নিয়ে মোর সোহাগের নখের দাগ পিঠে।
বইলে গেল ফিরব আবার মেইয়া সাঞ্ঝবাতির জন্নি রুপোর নোলক
আর মোর তরে ফটফটিয়া মবিল নিয়ে ।
মেইয়া টা বাপু বাপু বইলতে শিখে গেল
আর বাপটা দেখ আসছে নাইকো।
যৌবন আমার জ্বলে পুড়ে
শিয়াল কুকুরে উকি মারে;
কুত্তা গুলান বলে কিনা
মাওবাদিরা নিয়ে গেছে মরদ টাকে  
পুরুলিয়ার জঙ্গলেতে।
ঘরেতে খাবার নাই, টাকা পইসা ফুইরে গেছে
হায়না গুলো্র নাল ঝরছে ।
ছারবক লাই, এবার এলে আর ছারব্ক লাই
টাকা পইসা, মবিল, চুরি, নোলক কিছু
দরকার লাই;
শুধু সাঞ্ঝবাতির বাপ, আমরা মা আর মেইয়ে
তুকেই চাই, আর কিচ্ছু নারে ।
এই শরিলে আর মনে
সুদ্ধু তুকে চাই।
-------------পার্থ রায়।