চরৈবেতি, চরৈবেতি
এগিয়ে চলা পাথুরে, মোরামের পথ ধরে;;  
সময় যেন হিসেবি কাবুলিওয়ালা,  
মনের আকাশে ষড়যন্ত্রী মেঘেদের
অনিমন্ত্রিত আনাগোনা-
তবুও লাল নীল ঘুড়ি ওড়াই নিয়মিত;;
বীজ বুনি স্বপ্ন ধানের-
তোমার এখনও উর্বর,
ভেজা ফসলী ক্ষেতে;;    
শিমুল পলাশ হেসে মুখ লুকোয়
ফাগুনের আঁচলে;;
আমার নির্বাক কুঁড়েঘরে রাখা বরনডালা
অপেক্ষায় ক্লান্ত, অধৈর্য-  
সযতনে গাঁথা রজনীগন্ধার মালা।
---------------- পার্থ রায়।