সেরে নে এজনমের জাগতিক সব দায়িত্ব
শেষ কর সব কর্তব্যগুলো ।
নিয়ে যাব আমি তোকে
অজানা অচেনা পথ ধরে
কোন দিকশূণ্যপুরে বা তেপান্তরে ।
সাক্ষী নিশীথ রাতের মিটিমিটি তারা
করবো মোরা মধুচন্দ্রিমা
শুকনো মর্মর বিছানা পরে ।
মানবে হার পেঁচার ডাক
তোর শীৎকারের কাছে ;;
সন্তান হবে আমাদের,
নিয়ে একটাই ধর্ম, মানবিকতা।
শুন্য থেকে শুরু করে
আদম ইভের মত গড়ে তুলব এক নতুন পৃথিবী ।
রইবেনা কোন হিংসা উন্মত্ততা,
চুলোয় যাক সব আধুনিকতা ,
দূষণের যত উল্লাসতা ,
মিথ্যা অহঙ্কার আর বৃথা প্রতিযোগিতা,
কবরে যাক এই সভ্যতা ।
থাকবে সবুজ গাছের পাতা।
স্ফটিক স্বচ্ছ শ্রাবণধারা
ঝরাবে শুধুই ভালবাসা ।
যাবি তুই আমার হাত ধরে?
সেই কোন এক দিকশুন্যপুরে
বা তেপান্তরে ,
ফেলে রেখে পেছনে
সব স্মৃতির তোরঙ খানি ?
------------------------- পার্থ রায়।