তোর রাতের নীল খামে
ঠিকানাটা যেন থাকে আমার নামে;
সারা বেলার ব্যস্ততা,সব বাধ্যবাধকতা,
হাসি, কান্না, যত দুশ্চিন্তা,
সব থাক, বেলা শেষে-
শুধু, তোর রাতের নীল খামে
ঠিকানাটা কিন্তু লিখিস আমার নামে;
সাড়া পাবে-
তোর চোখের আমন্ত্রনি কবিতা
প্রশ্রয় দেব-
তোর অস্থির, অধৈর্য ওষ্ঠের আকুলতা
ঘামে ভেজা কবোষ্ণ উষ্ণতা,
ক্লান্তিহীন রবে-
তোর তরাইয়ের
চরাই উতরাই ভাঙ্গার প্রচেষ্টা;
শুধু, তোর রাতের নীল খামে
ঠিকানাটা লিখে রাখিস আমার নামে;
কুড়িয়ে নেব-
বুভুক্ষু উচ্ছাসে,
তোর সূর্যাস্ত রঙা গহীন থেকে
রাশি রাশি মাছরাঙা অনায়াসে,
শুধু, তোর রাতের নীল খামে
ঠিকানাটা যেন থাকে আমার নামে;
-------------------- পার্থ রায়।