আজ ছাব্বিশে বৈশাখ,
প্রাত্যাহিকতার মাছ ভাত আর
আইপিএলের তাৎক্ষণিক যৌন আবেদনে
ভেসে যাব আমরা বিস্মৃতি প্রবণ বাঙ্গালী;
মেতে রইব তোমার জন্মদিন পালনের
আত্মশ্লাঘায় আর স্বঘোষিত ঢক্কানিনাদে;
######
হে শ্রেষ্ঠতম স্রষ্টা, ‘তুমি রবে নীরবে’
পাঠ্য বইয়ের অনুতে, গানের স্কুলের অভ্যাসে
নতুবা শহরের ট্র্যাফিক মোড়ের শব্দব্রহ্মের সাথে মিশে;;
হে বিশ্বকবি, তুমি যে বেনারসি অঙ্গাবরণ আর গলার সাতনরী,
ড্রয়িং রুমের শোকেসে গীতবিতান, সঞ্চয়িতা, রচনাবলী
গৃহকর্তার মেদবহুল গণ্ডদেশ চুইয়ে পড়ে অহংকারী স্বেদ;;
######
ব্যর্থ আমরা,
জড়িয়ে নিতে তোমাকে আমাদের নিত্যতাতে;
ব্যর্থ আমরা,
ছড়িয়ে দিতে তোমার গাঁথা অজস্র কোহিনূরের মালা
প্রজন্মের পর প্রজন্মে;;
“ ক্ষমা করো নাথ, ক্ষমা করো।
এ পাপের যে অভিসম্পাত,
হোক বিধাতার হাতে নিদারুনতর।
তুমি ক্ষমা করো” ।।