নুতন করে স্বপ্ন দেখছিলাম,
স্বপ্ন ভঙ্গের স্বাদ পাব বলে;
নুতন করে রোদ্দুর গায়ে মাখছিলাম,
মেঘ কালোর গর্জন শুনব বলে;
নুতন করে ভালবাসছিলাম,
ভালবাসার মৃত্যুটাকে চাক্ষুষ করব বলে;
#########
এক আদুরে ভোরে,
কবরখানার গায়ে অনুমতি ছাড়াই গজানো  
অজানা বুনো ফুলের সরল হাসিতে জানলাম,
ভালবাসা নাকি মরে না,
রয়ে যায়, অমর হয়ে,
মনের কোনে, সঙ্গোপনে;
আমি স্বপ্ন দেখতে চাই,
চাই আমি রোদ্দুর মাখতে
আর ভীষণ, ভীষণ ভালবাসতে।