অন্তঃসলিলা নদী বয়ে যায় লোকচক্ষুর অন্তরালে -
শুধু ছাপ রেখে যায় স্মৃতির গহনে ;
মুক্তির নিঃশ্বাস পেতে চায় ,
জানকীর সদয় আশ্বাস দানে ।
আজও প্রতীক্ষায় বসে থাকা -
আর আকুল দিন গোনা।


ছায়া আজ বড় ; মানুষের থেকে -
সময় আজ বড় ; জীবনের থেকে ;
শ্বাপদের হুংকার ; শোনা যায় শুধু হাহাকার ;
রক্তবীজেরা বেড়েই চলে ।