আমি কবে থেকে স্বপ্ন দেখিনি,
   ঘুমিয়ে বা জেগে থেকেও ।
দিনের আলোতে বা রাতের অন্ধকারে ।


এই পৃথিবী কার? আমার না আপনার!
  নাকি আমরা শুধু ই অবাঞ্ছিত ,
বা অবৈধ , অনুপ্রবেশকারী?


সবকিছু চায় নিজের জাড্য ধরে রাখতে ,
  প্রকৃতিই বা কেন হবে অন্যথা!
সেও চায় নিজের রূপে ফিরে যেতে ।


ভালোবেসে একসাথে থাকার শর্ত-
শান্তিপূর্ণ  সহাবস্থান, কেন ভুলে যাই!
কেন ভুলে যাই বাঁচার নিয়ম বারবার!


আবার ইচ্ছে হয় স্বপ্ন দেখি!
কখনো সখনো, মনের অমতে ও-
স্বপ্ন দেখি সেই বসুন্ধরার, যেখানে-
প্রকৃতি ও পুরুষ থাকে একসাথে,
হাতে হাত রেখে, ঘাত-প্রতিঘাতে ।
স্বপ্ন দেখার দুঃসাহস তাও কেন,
বারবার ফিরে আসে এই ভাঙা মনে ।