তুমি যদি ভাবো বাসবেই ভাল
ক্ষতি নেই মোর তাতে,
কিন্তু পারবো না আমি তোমার
কথায় শপিং মলে যেতে।


পারবো না আমি কিনে দিতে ঐ
দামি গয়না অথবা শাড়ি,
বিশাল কোনো অট্টালিকা
অথবা বাংলো বাড়ি।


পারবো না আমি তোমায় নিয়ে
রেঁস্তোরায় গিয়ে খেতে,,
মধুচন্দ্রিমায় তোমাকে নিয়ে
বিদেশে কোথাও যেতে।


তবে
দিতে পারি আমি চাঁদের আলো
আমার ভাঙা ঘরে,
যতনে তোমায় রাখতে পারি
আমার হৃদয় জুড়ে।


ফুলের সুভাষ ও দিতে পারি আমি
তোমায় ফাগুন মাসে,,
থাকতে পারি হাতে হাত ধরে
আমি তোমারই পাশে।


এনে দিতে পারি মাঠ থেকে আমি
তোমায় বনফুল,,
বেধে নিতে পারো সেই ফুল দিয়ে
তোমার খোলা চুল।


আমি হেঁটেই চলেছি সহস্র বসন্ত
ঐ ধুলো মাখা পথ ধরে,,
তুমি যদি চাও নিতে পারো আজ
আমায় আপন করে।


আমার ঘরে তে প্রদীপের আলো
নেই কোনো ঝাড়বাতি,,
তুমি যদি আসো দুজনে মিলে
জাগিবো নিশীথ রাতি।


আমার রাতের আঙিনায় ঐ
জোনাকিরা দেয় আলো,
ভেবে দেখো তুমি তবুও আমায়
বাসবেই কি ভাল...??