তুমি ছিলে তাই ...
আজ আড্ডা মারি চা-এর দোকানে বসে,,
স্বাধীন এ দেশ- তুমি ছিলে তাই....
দেশ নায়কের ইতিহাসে ঠাই, সীমিত মাত্র তোমার স্বাধীন দেশে।


তুমি ছিলে তাই .....
নিজের দেশ কে দিচ্ছে গালি বাক স্বাধীনতার নামে,
যে দেখেনি পরাধীনতা,সে বুঝবে কি আর স্বাধীনতার মানে?


কখন তুমি ভেবেছিলে কি?.....
তোমাদের ঐ রক্তে গড়া স্বপ্নে ভরা তোমার সাধের দেশে,
পরজীবী দের দেখতে পাবে বুদ্ধিজীবী বেসে,
আবার কোনো নেতা পৌঁছে যাবে দেশবিরোধীর পাশে?


তুমি ছিলে তাই ...  
আজ স্বাধীন দেশে আমরা রয়েছি সবাই বেশ,
ভুলে গেছি আজ
কত শহিদের রক্ত স্রোতে স্বাধীন হল দেশ?।


যে যা ভাবে ভাবুক তাতে আমার কি বা এসে যায়,,
তোমার দেয়া বলিদান যে কখনো ভুলার নয়,,
তুমি যে মোদের অনুপ্রেরণা তুমি নায়ক মহান,,
আজ তোমার শুভ জন্ম দিনে আমার কোটি প্রণাম,,,