ইছামতি আজও হেথা চলেছে যে বয়ে,
আজ ও মাঝি ডিঙি বায় গান গেয়ে গেয়ে।
আজ ও আছে ঘাট খানি ঠিক সেই খানে,,
আজ ও হেথা ঘুম ভাঙ্গে পাখিদের গানে।
পল্লীর বধূ আজ ও জ্বালে বাতি সাঁঝ,
যেন সকলের মাঝে তুমি রয়েছ বিরাজ।
রয়েছ আজ ও তুমি যেন বটের পাতায়,
তুমি রয়েছ হৃদয় মাঝে মনের খাতায়।
শ্যাওলার ফাঁকে দেখা ঐ নির্মল জলে,
কখন দুষ্টু খোকন বুঝি মা'য়ের ঐ কোলে।
হৃদয়ের মাঝে রাখি তোমারই আসন,,
সকল বাঙালির প্রিয় তুমি বিভূতিভূষণ।।


কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্ম দিনে আমার সহস্র কোটি প্রণাম,,