বিদায় বন্ধু বিদায়, আর হবে না দেখা,,
নীরব রাতের সঙ্গী হয় চলবো এবার একা।
চলে যাবো দূর দেশে ঐ আকাশ যেথা মেশে,,
রামধনু ঐ হাতছানি দেয় আয় যে আমার দেশে।
পাহাড় নদী ডাকছে আমায়- বলছে কত কথা,
বলছে আমায় যা ভুলে যা সব বেদনা ব্যাথা।
বলি আমি - বেদনা কোথায় সব যে ভালোবাসা,
বলে আমায় চুপ কর তুই, বৃথাই করিস আশা।
দেখ না আমি আপন মনে থাকি কেমন একা,
বিদায় বন্ধু, বিদায়, আর হবে না দেখা।