আর কোনোদিন সে কখনই
ফিরবে না যে বাড়ি,,
মুখ থেকে আর শব্দ কোনো
আসবে না যে তারি।
প্রতিবেশী যারা তাকে বুঝি
দিতে ই গালাগাল,
কখনও কি জেনে দেখেছ
কি ছিল তার হাল?
গোপনে সে গিয়েছিল সেই
কবেই যেন মরে,
শুধু নিথর তার দেহ খানি
আজ ছাই হল যে পুড়ে,,
মনের আগুনে পুড়ে পুড়ে সে
যাকে দিয়েছে আলো,
জীবনের দীপ কেরে নিয়ে সে
দেখ রয়েছে কত ভাল।
চুপ কর সব তোমরা সবে
যত ফালতু লোকের দল,,
মরে গেছে মোর বন্ধু ওরে
চোখে কেউ এনো না জল।
গোপনে সহিল কত যে বেদনা
কেমনে সে আজ বলে,,
অসীম অজানায় সে যেন তাই
নীরবে গিয়েছে চলে।
বুঝি পথের কাঁটা সরিয়ে কারও
কাটিয়ে দিল ভয়,,,
তাই ঐ আকাশের তারার মাঝে
আজ আমার বন্ধু সঞ্জয়।