আঁধার ভুবনে মোর
নাহি কোথা আলো,,
কখনও যে তুমি মোরে
বাসনি তো ভালো।


বেদনার ঢেউ এসে
বুক ভেঙে যায়,,
চোখ জলে ভোরে ওঠে
ঘোর কান্নায়..।


তুমি যে নিষ্ঠুর কত
তুমি মরীচিকা,
আলেয়া র আলো তুমি
নহে প্রদীপের শিখা।


হৃদয় সমুদ্রে মাঝে
তুমি নোনা জল ,
ছলনাময়ী তুমি ঐ
করিলে যে ছল।


মায়াবী র দেশে কেন
বাঁধিলাম ঘর ,
ভাঙ্গিল সে খেলা ঘর
আজ হৃদয়ের মাঝে শুধু
ধুধু বালুচর ।


আমার এ ছোট্ট হৃদয়
জুড়ে ছিলে তুমি শুধু
ওগো ললনা,
শুধু একবার বলে যাও
কেনো করিলে তুমি
এত ছলনা।