কোনো এক সকালে পাহাড়ের গায়ে
এগিয়ে যাব সেথা গুটি গুটি পায়ে।
পথ চলা শেষ করে দুজনের পায়ে,
নির্জনে বসে সেথা ঘেঁষে গায়ে গায়ে।
উদিত ঊষার কিরণ দেখব যে চেয়ে,
শুনাবে যে পাখিরা-গান গেয়ে গেয়ে।
বন ফুলে দুলাবে মাথা পবন যে পেয়ে,
শীতল মধুর সমীরণ যাবে সেথা বয়ে।
সেই ক্ষণে দেখা হবে তাই আছি সয়ে,
কোনো এক সকালে পাহাড়ের গায়ে।।