এই ভাষা কে নিয়ে কে যেন করা করেছিল পরিহাস,
ভাষা খানি মোর গড়ে ছিল তাই এক নতুন ইতিহাস।
বাঙালি সেদিন বুঝিয়ে দিয়েছিল এই মাতৃ ভাষার জোর,,
সারা বিশ্ব দেখেছিল অবাক চোখে একটি নতুন ভোর।
সেদিন ব্যর্থ হয়েছিল ডুবাতে তারা বাংলা ভাষার তরী,
মনে রেখ সবে-ভাষা শহীদের রক্তে লেখা এই একুশে
ফেব্রুয়ারি।