ধূসর ধুল উড়িয়ে পথে যখন গাড়ির চাকায়,
অবুঝ সে ছোট্ট খুকির চোখ ভরে কান্নায়।
খোকনের উদাসীনতা, মনে ভরে নীরবতা ,,
নীরবে সে ক্ষণে চোখ যেন ভরে আসে জলে,
তবু এগিয়ে চলে গাড়ির চাকা সব কিছু ফেলে।
ফেলে আসে নদীর তীরে সেই নুড়ি আর পাথর,
আর স্রোত হীন নদীর সেই জল অথৈ নিথর।
ফেলে আসে.............................
জড়ানো পায়ের সেই কলমির লতা,
পড় ঘাটে ঝরে  পড়া অশ্বত্থ এর পাতা ।
ফেলে আসে দুপুরের সেই চেনা বিল,
শীতের আকাশ খানি কত ঘন নীল ।
ফেলে আসে পৌষের শীতের প্রভাত,
খেজুরের গুড়ে গড়া পায়েসের স্বাদ।
ফেলে আসে মায়ের শাড়ির আঁচল,
ফেলে আসে বধূর চোখের কাজল।
ফেলে আসে বন্ধুর সেই হাতছানি,
ফেলে আসে পথ ঐ মোর গ্রাম খানি।।