ডাকছে আমায় ঐ যে দূরে
আমার ছোটো গাঁ,
তাই হৃদয় যে আজ পেরিয়ে
গেল খুশির সীমানা।
ফিরব আমি আমার গাঁয়ে
অনেক দিনের পরে,
সেই যে আমার ছোট্ট গ্রাম
ইছামতীর পাড়ে ,,
ডাকছে আমায় ভোরের আলোয়
শিশির জমা ঘাসে,,
দীঘির পাড়ে কাশ ফুলে রা
আপন মনে হাসে।
ঐ নীল আকাশে পেজা তুলো
ছড়িয়ে দিল করা?
শিউলি ফুলের সুভাষ যে
আজ এই বাতাসে ভরা,,
দিগন্তে ঐ আকাশ যেন
মাটির বুকে মেশে,
দুলিয়ে মাথা হাওয়ায় সেথা
সকল তরু হাসে।
ডাকছে সেথা আমার গ্রাম
আয় যে কাছে আয়,
অনেক দিনের পরে আবার
ফিরব আমার গাঁয়।