ঐ দাবানল ছড়িয়ে বনে,
বনে নয় তোমারি মনে।
জ্বলছে সে অবিরত,
পারে সে জ্বলুক  যত।


জ্বলতে দাও তাকে
করোনা যে মানা,
জ্বলে পুড়ে থেমে গেলে
পাবে তুমি খাঁটি সোনা,


কাচা মাটি দিয়ে গড়া সে
ইট জলে গলে যায়,
পোড়ে সে আগুনে যদি
তবেই সে ইমারত হয়।


জ্বলে পুড়ে ছাই হোক
আছে যত মনে জঞ্জাল,,
লাগে যদি লাগুক তবে
এই মনে আজ দাবানল।।