প্রেম প্রেম খেলা এ কত যেন মধু,
প্রেম যেন বহুরূপী কত তার জাদু।
প্রেম তুমি ফুল যেন,কভু পাষাণ পাথর,,
কখনো চঞ্চল ঝর্না,কভু জলাশয় নিথর।
প্রেম তুমি আলেয়া,কখনো বা আলো,,
আঁধার জীবনে কভু প্রদীপ যে জ্বালো।
তুমি আকাশ হয়ে মাটির বুকেতে কভু মিশো,
আবার ভাঙ্গিয়া হৃদয় কারো আহ্লাদে হাসো ।
প্রেম তুমি ভাঙো গড় এ হৃদয়ের ঘর,
কখনো আপন তুমি কখনো যে পর।
প্রেম তুমি জল যেন মনের ঐ তৃষ্ণা মেটাও,
আবার মরীচিকা হয়ে কভু বৃথা যে ছোটাও।
প্রেম তুমি নির্মল আবার কখনো মলিন,
প্রেম তোমাকে যে বুঝা ঐ বড় ই কঠিন।