ছোট্ট খোকন পিছলে পড়ে
উঠল যখন কেঁদে,,
বলল সবাই ওঠ রে খোকা,
কখনো পুরুষ আবার কাঁদে?
এমনি করেই পুরুষ সেদিন
পড়ল যে ভাই ফাঁদে,,,
হাজার কষ্টে তাই যেন সে
লুকিয়ে একা কাঁদে।
পুরুষ মানেই কাঁদতে মানা
অসীম বেদনায়,,,
ব্যথার মিনার যতই গড়ে
মনের আঙিনায়।
পুরুষ মানেই দায়িত্ববোধ
আঁকড়ে ধরে তাকে,,
নিজের মনের স্বপ্ন গুলো
যায় যে হয়ে ফিকে।
পুরুষ হলেই বলবে বেকার,
চাকরি যে তাই খোঁজা,,
কখন যেন..? চাপল মাথায়  
সংসারের ঐ বোঝা।,,
দায়িত্বের ঐ পাহাড় যেন
হাতছানি দেয় তাকে,,
হারিয়ে গেল ইচ্ছে গুলো
জীবন পথের বাঁকে।
একলা পুরুষ কর্তব্যে,
তাই সে ছুটছে দিবানিশি,,
দিনের শেষে কেউ বলে না
তাকেই ভালোবাসি।