সেই চেনা পথে আজ আমি আছি এই দাড়িয়ে,
এসেছি আবার ফিরে,কত যে সময় পেরিয়ে।
হেথা ফাগুনের কৃষ্ণচূড়ায় ঐ বসে যে কোকিল,
শরতে ও হেথা ঐ শালুকে যে ভরে যায় বিল।
সেই পথ,সেই নদী,সেই মাঠ,ধান ক্ষেত সেই,,
আজও সব ই যেন আছে সেই,তুমি শুধু নেই।
আজও হেথা ফোটে সেই বন ফুল মধুর সুবাসে,,
শুধু এ শ্রাবণ সন্ধ্যায় আজ তুমি নেই পাশে।
ঐ বর্ষার জলে আজ মাঠ ঘাট করে থৈ থৈ,
ভিজে যাওয়া ঘাসে ঢাকা সেই চেনা পথ ঐ।
হেথা রাত নামে,আধারে তে ঝিঁ ঝিঁ ঐ ডাকে,
হয়ে ছিল কথা কোনো শ্রাবণ সন্ধ্যা আর বৈশাখে।
কোনো গোধূলি লগনে ঐ তুমি ছিলে সাথে,
হাতে হাত রেখে ছিলে এই সেই চেনা পথে।
আজও খুব মনে পড়ে ঐ সেই যে তোমায়?,
খুঁজি তাই সেই চেনা পথে আর সেই ঠিকানায়।
আজ নৌকা ডাঙ্গায় বাঁধা কেহ নাহি তীরে,
জানি আমি কভু তুমি আর আসবে না ফিরে।
নয়নের বাঁধ বুঝি ভাঙে আজি বেদনার স্রোতে,
জোনাকির আলো হল সাথী ঐ আজ এই রাতে।
ঐ নীড় ভাঙা পাখিরা ও বুঝি জাগিছে যে রাত,
কত স্মৃতি জমা হল পথে,এই সেই চেনা পথ।।