স্বাধীনতা দিবস মানেই ভাবছো
একটি ছুটির দিন?,,
পারবে কি ভাই শোধ দিতে ঐ
সেই মানুষের ঋণ?।
যার নিজের প্রাণ দিল বলিদান
এই প্রভাতের আশায়,
আমরা তাদের কি দিয়েছি?
বলো দেখি ভাই
একটু তোমার ভাষায়।
কাদের জন্য ফাঁসির মঞ্চে তারা
হাসি মুখে নিল ফাঁসি,,
ভেবে দেখ তুমি আমরা কি আজ
তাদের সত্যি ভালোবাসি?।
তোমার কাছে স্বাধীনতা দিবস
একটি ছুটির দিনে,
খেয়ে পিয়ে ভাই মত্ত হয়ে নাচন
ডিস্কো গানে...।
রক্ত স্রোতে ভেঙে ছিল যারা
পরাধীনতা র বাঁধ,,
ভাবেনি তারা কখনো যে হবে
এমন স্বাধীনতার এই স্বাদ।
কখনও যে ভাই শোধ হবে না
শহীদের ঐ ঋণ....,
তোমার কাছে আজ -স্বাধীনতা দিবস,
না কি একটি ছুটির দিন ??।