ভোট এসেছে ভোট তাই তো মনে ভয়,
গণতন্ত্রের উৎসব নাকি?করো জীবন ক্ষয়।
সাম্যবাদের বুজরুকি বা ছাপ্পা ভোটে জয়,,
ভোট এসেছে ভোট তাই তো মনে ভয়।
গণতন্ত্রের অধিকার?সে কবেই দিয়েছি বেচে,,
জিতুক ভোটে অসাধু কেউ ভাববো কেন মিছে?।
ভোট এসেছে ভোট তাই তো মনে ভয়,
জনদরদী নয় যে নেতা ক্ষমতা লোভী হয়,
তাই গুলি বন্দুক বোমা দিয়ে ছিনিয়ে নেবে জয়।
ফাটলে বোমা দেখবে না সে রাজনীতির ঐ রঙ,,
মানুষ মারার ফন্দি এঁটে জন নেতার ঢং।
জন কল্যাণ করবে নেতা?বৃথাই করা মাথা ব্যথা,
নিজের থলে উঠবে ফুলে এটাই হল আসল কথা।
আগের মতই রইবে খালি,গরীবের ঐ পাতা থালি,,
নিরীহ অনেক প্রাণ শুধু নেতার রোষে যাবে বলি।
মরে মরুক মানুষ কত তাতে কি বা এসে যায়,
যেমনি করেই হোক না কেনো ছিনিয়ে নেবে জয়,,
ভোট এসেছে ভোট তাই তো মনে ভয়।
নেতায় নেতায় আড়াআড়ি, কর্মী করে মারামারি,,
তারা ই আবার বাঁধবে যে জোট করবে মিলে জড়াজড়ি।
রাজনীতির ঐ নোংরা খেলা কবে হবে ক্ষয়?,
ভোট এসেছে ভোট তাই তো মনে ভয়।।