কানে ভেসে এল আবার
ঐ যে ভোটের মন্ত্র,,
একেই সবে বলে বুঝি
উৎসব গণতন্ত্র।
ঘুরছে নেতা দ্বারে দ্বারে
মুখে মেখে রঙ,,
কতই সে যে সরল মানুষ
করছে যে তার ঢং।
এই নেতারা ই উস্কানি দেয়
ভোট কে ওঠায়  লাটে,,
পেছন থেকে মানুষ মারার
ফন্দি এরাই আঁটে।
বুজরুকি দেয় কথায় কথায়
গিয়ে ঘরে ঘরে,,
ভোটের পরেই সেই নেতারা
নিজের পকেট ভরে।
এল এল আবার এলো
ঐ যে দেখো ভোট,
সাপ নেউলে ক্ষমতার লোভে
বাঁধলো দেখ জোট।
কালকে ছিল আড়াআড়ি ,
করতো যারা মারামারি,,
আজ চুম্বনে সে ঠোঁট।
বোকা হল জনতা ঐ
আবার এল ভোট।