১৯৭১'এ,
উন্মাদ হায়েনা চেয়েছে
ছিনবে তোমার মান,
অকাতরে তাই লুটিয়েছে
লক্ষ শহিদ প্রাণ;


নয়টি মাস কত বুলেট বোমার-
বয়ে গেছে ঝড়,
অবশেষে পেলাম খুঁজে প্রাণের
১৬ই ডিসেম্বর!


সেদিন রেসকোর্সে যখন-
শুনেছি বিজয়ের গান,
ধানের ক্ষেতে দৌড়ে উড়িয়েছি
তোমার বিজয় নিশান।


তোমায় স্বাধীন করে মাগো
দিয়েছি যোগ্য উত্তর,
বিজয়ের স্বাদ পেয়েছে জাতি
১৬ই ডিসেম্বর ১৯৭১।