আজ হঠাৎ অনেকটা বছর পর
তোমার কথা মনে পড়ছে,
মনে পড়ছে আজকের ওই দিনে
আমার হাত ছেড়ে ধরেছিলে অন্যের হাত,
ঠিক আজকের ওই দিনে
জানিয়েছিলে শেষ বিদায়;
তোমার পানে অপলক দৃষ্টিতে চেয়েছিলাম,
দেখেছিলাম পৃথিবীর নিষ্ঠুরতম রমণীর রূপ,
আমার অঝোর ধারার অশ্রু বারি
অক্ষম ছিল তোমার গতি রোধে,
আমি একলা দাঁড়িয়ে ছিলাম অপলকে
সেই কাঠ ফাটা দুপুরের রোদে;
তোমার কতটুকু কষ্ট হয়েছিল অথবা আদৌ
হয়েছিল কিনা তা আজো অজানা,
আমি যে আজো কাঁদি, আজো আমায়
ঘিরে রেখেছে তোমার স্মৃতির মোহনা;
হয়ত আমি তোমার বাবার প্রিয়
পাত্র ছিলাম না ঠিকই,
কিন্তু তুমিতো জানতে জীবনে হারবার
ছেলে আমি তো নই;
হয়ত এখন তুমি বিশাল অট্টালিকায়
আছ রাজরানীর সুখে,
আমার হয়ত প্রাসাদ ছিলনা
কিন্তু ঠাই তো পেতে এই বুকে;
জানিনা কতটা সুখের
আশায় আমায় ছেড়েছিলে,
জানি না কতটুকু ভালবাসায়
তুমি আমায় হারালে;
কোথায় আছ কিভাবে আছ
জানিনা কখনো হবে কি দেখা,
শুধু জেনো আজীবন তোমার
পথ চেয়ে করব অপেক্ষা।