বৃষ্টি এলো কাশবনে
বৃষ্টি এলো ঝিলে,
টাপুরটুপুর বৃষ্টি ঝরে
ভিজবো সবাই মিলে।
কাদা জলে খেলছে খেলা
পাড়ার দামাল ছেলে,
জুঁই কদম্ব শিউলী দেখো
রঙের ডানা মেলে।
গুটিশুটি বৃষ্টি দেখে
ছোট্ট ছানা টুনটুনিয়ে,
দিদিভাইও গাইছে দেখো
বেসুরো গান গুনগুনিয়ে!
রসুই ঘরে সিটি বাজে
পাতে গরম খিচুড়ি,
অফিস তাড়ায় বাবাটাও
করছে ঘরে পায়চারি!
মনের সুখে কাঁথা মুড়ে
আমি দেখি বৃষ্টি ঝরা,
সাতরাজ্যের স্বপ্নগুলো
চোখের মাঝে দেয় ধরা।