কাউকে অতিদ্রুত আপন করতে নেই,
নিজেকে সস্তায় বানিয়ে মন গলাতে নেই কারোর;
হতাশার শুরুতেই কাঁধে হাত রেখে বলতে নেই-
আমি তো আছি।
প্রিয় মানুষের কাছে সহজেই মনের কথা বলতে নেই,
জানতে নেই নিজের আবেগের কথা,
স্বীয় সম্মান বিসর্জন দিয়ে আনন্দের খোরাক হতে নেই,
মন খারাপের ক্ষণে সহসা বলতে নেই-
আমি তো আছি।
সহজলভ্য ভালোবাসার কদর মানুষ করে না,
অতি আগ্রহীকে মানুষ সুযোগসন্ধানী ভাবে,
মন ভালো করার চেষ্টাকে ভাঁড়ের প্রলাপ বলে,
আস্তাকুঁড়ে ফেলতে চাইবে একান্ত অনুভূতিকে;
তাই গম্ভীর হও মানব,
নিজেকে সস্তায় বিকিয়ে দিও না।
এই দুনিয়াকে বুঝতে দাও তোমার অনুভূতি অমূল্য।
পাশে থাকার ওয়াদা তো হাজারের কাছে শুনবে,
দুঃখ ভাগ করতে চাইবে ক'জন?
নিজেকে সময় দাও হে জোয়ান,
পৃথিবীকে ছেড়ে দাও নিজের মতো।
তোমার মতো করে কেউ বলবে না-
আমি তো আছি!