পাপিয়া এসে বলে ডাকি
আমি ওই গাছেতে থাকি,
প্রভাত হলে পরে নীড়ে
ছানাপোনা ধরে ঘিরে।
আদর সোহাগে ওরা যে
কিচিরমিচির করে কি যে,
আনন্দে প্রাণ ভরে মোর
এভাবেই আসে প্রতি ভোর।
পরে টুনিমা উড়ে যায়,
ঠোঁটে আনে যাহা পায়,
উদর ভরে খায় ছানাপোনা
পোকামাকড়, উঁইয়ের ছানা।
ওরা বলে ওই দেখো বাবুটা
নাদুসনুদুস ঈষৎ মোটা,
নেই বুঝি সাথে কেউ ওর
খেলায় সময় কাটানোর?
এসেছি আমি ওদের হয়ে
বন্ধুত্ব পাতানোর।