গোধূলির লাল দেখে চমকে উঠি,
সবুজ ঘাসে ঢাকা মাঠের আঁল দেখেও চমকে উঠি,
কতটা কাল পর যেন মনে হলো-
আঁল যেন নবনীতার সিঁথি
আর গোধূলির রঙে লাল সিঁদুর।
হারিয়ে গেছে নবনীতার-
ছলাৎ ছলাৎ উদ্যোম উর্মি হাসি,
হারিয়ে গেছে শিকড় ছড়ানো
তার স্নেহ, মায়াময় প্রেম।
নবনীতা আজ এক অন্ধকার!
তার অধরে ফোঁটে ধুতরার কলি,
ইউক্যালিপটাস হয়ে গেছে তার কোমল শরীর,
হেমলক যেন তার সুধারস!
নিঃশ্বাস ঝরছে নবনীতর তবুও নিয়মিত
যেমনটি পদ্মার বুকে কিছু প্রেম ভেসে যায় রোজ!
নবনীতা হারিয়ে গেছে,
মেয়েটা হরিয়ে গেছে-
হারিয়ে গেছে মরুর বুকে তাপহীন হয়ে,
হারিয়ে গেছে এন্টার্কটিকার বরফের খাঁজে,
হারিয়ে গেছে ট্রেঞ্চের গভীরতায়,
সূর্যের বিকীর্ণ রশ্মিতে,
সে হারিয়ে গিয়ে বলেল
এসমাজ গিলে খেয়েছে তাকে যারপরনাই ভাবে।
তবুও নবনীতার নিঃশ্বাস ঝরছে
হিজলের লতা বেঁয়ে পুকুরের জলে,
পুকুরের জল ঈষৎ নোনতা ঠিক যেন- অশ্রুজল!