নয়টি মাস মা বলেছে
বাবা আসবে ফিরে,
বাবা ফিরবে বাবা ফিরবে
মোদের সুখের নীড়ে।


স্বপ্ন দেখি বাবার কোলে
চড়বো সারাদিন,
বাবা ছেলে দুজন মিলে
আনন্দ অন্তহীন।


মাসের পরে মাস চলে যায়
বাবা নেই তো ঘরে,
যুদ্ধে গেছে বাবা আমার
মা বলতেন আদরে।


মায়ের চোখের জল শুকিয়ে
চর জেগেছে তাই,
রণভূমির হট্টগোলে
কেউ যে কোথাও নাই।


আমি থাকি পথের ধারে
বাবার অপেক্ষায়,
ফিরবে বাবা ফিরবে বাবা
মন তো বলে তাই।


এভাবেই হায় কেটে গেল
নয় নয়টি মাস,
কেউ যেন মাকে বলে গেল
হয়েছে সর্বনাশ।


বাবার প্রাণে দেশটি আমার
স্বাধীন হলো ওরে,
স্বপ্ন আমার ভঙ্গ হলো
বাবা ফেরেনি ঘরে।