ইট পাথর কষ্ট,
ছলচাতুরি স্বার্থ!
হাসি কান্না রুষ্ট,
দেহ যৌবন অর্থ!


হাড় মাংস কংকাল
মন লালসা জঞ্জাল!
ভয় অভিনয় ফাঁকি
সম্পর্ক সুখ মেকি!


বন্ধু রক্ত ভ্রান্তি
লোভ প্রাপ্তি শান্তি!
আমি আমি একাই
নদী হাওয়া লাটাই!


পিতা-পুত্র মাতা-কন্যা
সংসার পরিজন একি!
আহ!ভোগ বিলাস'র বন্যা
পরহিত শিকায় রাখি!