দাদুর পায়ের সাথি হলো
বেত বাঁকানো ছড়ি,
ধিকধিকিয়ে চলেন দাদু
ছড়ির কানায় ধরি।


এক কদমও যায় না চলা
ছড়ির মাথা ছাড়া,
ক্লান্ত হলে দাদু বলেন
একটু ছড়ি দাঁড়া।


দাদুর চোখে রাজ্য দেখে
তাল মিলিয়ে চলে,
দাদুর সাথেই মরণ হবে
ছড়ির ভাষা বলে।