মনটা হলো বন উদাসী
বনে দেখি গিয়ে,
গাছের ডালে আছে বসে
সবুজ রঙা টিয়ে।
তা থৈ তা থৈ কাকাতুয়া
নাচে সুরে সুরে,
হরিণছানা ধি তান ধি তান
লাফায় ওই দূরে।
বাঘমামাটাও সুর মেলালো
সিংহ রাজার সাথে,
বানর দাদু লাফায় শুধু
তালি বাজায় হাতে।
পিপিলিকা গান গেয়ে যায়
সবার তালে তালে,
ছোট্ট চড়ুই শিস যে বাজায়
কদম গাছের ডালে।
আজ যে আমি খুব যে খুশি
বনের মাঝে এসে,
সবাই মিলে এক সুরেতে
গান ধরেছি হেসে।