দুনিয়াটা এখন দুশমনে ঘেরা
শাসন-শোষণ করছে তারা,
গরিব মজদুর ঘৃণা করে
ভরছে টাকা নিজের ঘরে।
ভয় করে না কাউকে তারা
বুঝে না কিছুই টাকা ছাড়া,
ভালো মানুষের ছদ্ম বেশে
মারছে মানুষ দিন রাতে।
ছোবল মারে বন্ধু হয়ে
জীবন চলে তাদের ভয়ে।
মানুষ হয়েও জানোয়ার ওরা
রাষ্ট্রযন্ত্রকে করছে খোঁড়া,
প্রতিবাদ তবুও করবে না কেউ
বিবেক যে আজ নেই আমাদের।