প্রিয়,
যদি তুমি ভালোবাসতে চাও তবে দীঘির রাশি রাশি পদ্মকে ভালোবাসো,
দীঘির জলের কোমল পদ্মে তোমার নয়ন জুড়াবে,
তুমি শিখবে নতুনকে ভালোবাসতে।
যদি ভালোবাসতে চাও তবে শারদপ্রাতের সাঁজি ভর্তি একরাশ সতেজ শিউলিফুলকে ভালোবাসো।
শিউলির শুভ্রতা আর শরতের স্থিরতা তোমার মনকে মৌন করবে,
তুমি শিখবে অজানাকে সহজে মেনে নিতে।
যদি তুমি একা হতে চাও তবে অমাবস্যা কিংবা ভরা জোছনাকে ভালোবাসো।
করাল অন্ধকার কিংবা মায়াবী আলো তোমায় ধৈর্যশীল করবে,
তুমি শিখবে কঠিন দুস্তর প্রান্তর পাড়ি দিতে।
প্রিয়, তুমি আমায় ভালোবেসে যে ভুল করেছ তা আর করোনা;
তুমি কখনো মানুষকে ভালবেসো না, মায়ায় পড়ো না কোনো চক্রান্তের,
এই পৃথিবীতে আর ভালোবাসা বেঁচে নেই, যা আছে তা শুধুই ছলনা।
প্রিয়, আমি আজ অকপটে স্বীকার করছি আমার বক্ষে মাথা রেখে
যে ভালোবাসায় তুমি মাতাল হয়েছিলে, আমার হাতের মৃদু স্পর্শে তোমার মধ্যে
যে শিহরণ জাগ্রত হয়েছিল তা সবি কেবল ছলনার অংশ।
ছলনার অপর নাম নাকি মোহ!
যখন আমার মোহ কাটল তখন বুঝলাম আমি আর সবার মতো ছলনায় মত্ত!
এ পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, যা আছে তার সবি ছলনা।
প্রিয়, তুমি আর কখনো মানুষের প্রেমে পড়ো না,
তুমি আর কখনো মানুষকে ভালবেসো না।