রাই, চাঁদ হয়তো উঠবে রোজকার নিয়মে
চন্দ্রপ্রভাও জ্বালবে আলো,
বছরান্তে নাইট-কুইন পেখম মেলবে,
আহ্নিকগতি ঢেউ তুলবে সাগরে।
হয়তো নিয়মিতই গান লিখবে কবি,
তবলা-রাগের যুগলবন্দি হবে রোজ,
খেয়াল-ঠুমরি-বিচ্ছেদি সবই হবে,
ক্যালকুলাসের জটিল অংকও মিলবে,
এডিসনকে মানব নত মস্তকে ধন্যবাদ দেবে,
আলোর জন্য, চাঁদ আর এডিসনের যুদ্ধও হবে,
শুধু তুমি আমি মিলে সেদিনের মতো-
আর এক হবো না।
তুমি এখন এন্ড্রোমিডায় থাকো আর আমি-
সফেদ মার্গে!