ইচ্ছে করে দু'হাত ভরে চাঁদটাকে ছুঁই;
আমার জন্য রুপোলী চাঁদ,হবি কি তুই!
ইচ্ছে করে শীতের ভোরে চাদর হয়ে জড়ায়
উষ্ণতায় আদর করে শীতটাকে তাড়ায়।


বলনা তুই, তোর স্বপ্ন চোখে রাত্রি নামাবো কি?
ইচ্ছে করে, রঙিন স্বপ্নছবি চোখের পাতায় আঁকি।
হাতের মুঠোয় মেহেদী হয়ে রাঙ্গাবো সন্ধ্যা বেলা
মুঠো খুললেই দেখতে পাবি হাজার স্মৃতির মেলা।


ইচ্ছে করে মনটা ভরে দেখি তোকে সারাক্ষণ,
সকাল গড়িয়ে রাত্রি নামবে তবু ভরবে না এ মন;
তুই কি আমার নৌকো হবি, আমি না হয় মাঝি!
প্রেম যমুনায় তোর সাথে যে ডুবতেও আছি রাজি!


তুই যদি চাস রাধে আমার হবো আমি কানাই,
বলনা তুই,বিহনে তোর কোন বিরহীরাগ বানাই;
বাঁশরীও থমকে যাবে, যেমন তুইহীনা এই প্রাণ,
বিরহীরাগ নয় গো সখি, বাঁজে শুধুই প্রেমগান।


ইচ্ছে করে হাতটা ধরে নেবো তোকে তেপান্তর,
বুকের ভিতর যতন করে রাখি তোরে জনমভর।
তুই কি আমার একজনমের বন্ধু হবি? হবি তুই?
ইচ্ছে করে ভালবাসার পরশে একবার তোকে ছুঁই।