ভাবতে পারো কি? তুমি আমি এক আত্মায় মিশে আছি,
কোনো কাঁটাতার নেই, নেই কোনো জাতি সত্তার ভেদ!
শুধু আমি আর তুমিতে একজনা!
তোমার রক্তে আমার রক্ত মিশে গেলে যেমন বোঝা দায়
কোনটা তোমার আর কোনটা আমার,
আমি ঠিক তেমন একটা জনমের কথা ভাবি,
যেই জনমে মানুষের শুধু একটাই জাত!
যেই জনমে তুমি আমি এক, এক সমান এক!
শাসক, শোষণ মিলেমিশে একাকার,
থাকবে না কেউ হাস্য উপহাস করবার!
আমি ঠিক সেই জনমের কথা ভাবি,
যেখানে সবাই মানুষ;
ফানুশের মতো নয় রক্ত মাংসের মানুষ!