যদি আর না মেলে কোনদিন জীবনের অবসর,
যদি শূন্য হয়ে যায় হঠাৎ আমার এই পূর্ণ ঘর,
যদি নিকষ কালোয় হয়ে যায় সব আপন পর,
মনে রেখো মোরে, মনে রেখো মোর পরিচয়
দুচোখ বুলিয়ে যেও মোর এপিটাফে যদি পাও সময়।


হয়ত শত গুল্মে জীর্ণ রবে ছোট কংক্রিটের দেয়াল
উপর হতে কাঞ্চন যুগল পত্র ঠেকিয়েছে দু'চোয়াল
বহুকাল আগে তোমাদেরই জ্বালানো পিদিমের ক্ষয়
দেখবে সেথায়, যদিও ঈষৎ লাগে মনের কোনে ভয়
দুচোখ বুলিয়ে যেও মোর এপিটাফে যদি পাও সময়।


কাঞ্চন ডগায় হয়ত মনের ভুলে নীড় সাজিয়ে বুলবুল
পাশেই রয়েছে ছায়া দানব বিশালাক্ষী স্বর্ণঘটিকার দুল
কি মিষ্টি পাখির কলতান, কতই না সুন্দর তার লয়
ধরিত্রী মা আদরে কোলে তুলে মোরে,দেয় তার পরিচয়
দুচোখ বুলিয়ে যেও মোর এপিটাফে যদি পাও সময়।


দুহাতে নিয়ে এসো রজনীগন্ধা কিংবা গোলাপের অর্ঘ
রেখো তা ফলক লিপি পরে, চরিত যত স্মৃতি পর্ব
কিছুই যে স্থায়ী নয় ধরাতলে, ভঙ্গুর সবি যে হয়
তবুও তোমাদের স্মৃতিপটে, রবে মোর জীবনের জয়
দুচোখ বুলিয়ে যেও মোর এপিটাফে যদি পাও সময়।