হে কবি,
তোমার কাব্য রসের ভাণ্ডার মধুর
আজ বিরোধীর অশ্মাঘাতে ভঙ্গুর,
তোমার লেখনীতে নাকি সেই
আগের মত ডঙ্কা র হুঙ্কার নেই!


হে কবি,
তবে কি তুমি শুধু আজ কেবলই
আক্ষরিক কবিতে পরিণত,
তোমার মসির বদন কি আজ
স্বার্থের অসিতে ক্ষত-বিক্ষত?


হে কবি,
তুমিই তো একদিন প্রার্থনায় বলেছিলে
চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির...
তবে কেন তোমার কবিতায় আজ
ফুটে ওঠে যত হীন লালসা ধরণীর?


হে কবি,
তুমি ফিরে এসো আবার টগবগিয়ে
অশ্বারোহী বীর পুরুষের বেশে,
তুমি ফিরে এসো তোমার ধারালো
মসি-শস্ত্র সমেত এই বাঙালির দেশে।