যদি পার শেষ বারের মত কিনে দিও
এগারোটি টকটকে লাল গোলাপ!
যার মধ্যে একটি গোলাপ থাকবে
অনেক বড়; থাকবে শত পাপড়ি,
আর সেই পাপড়িগুলোয় আমি
লিখে রাখব আমাদের যত স্মৃতি;
দ্বিতীয় গোলাপটি হবে অনেক সুন্দর
ওই গোলাপ দেখে দেখেই যেন
আমি তোমার রুপ
অনুভব করতে পারি;
তৃতীয়টা দিও এমন, যেটার পাপড়িতে
ছোট ছোট শিশিরজল উঁকি দেয়,
আমি যতন করে তাতে বুনবো
তোমার পাওয়া সকল স্পর্শের কথা;
তারপরটা দিও তোমার উষ্ণতা মোড়ানো
তাতে যেন আমি তোমার সাথে
কাটানো প্রতিটা বিকেলের
স্মৃতিপটে ফিরে যেতে পারি;
পঞ্চম ফুলটা দিও
একটু রুক্ষ গোলাপ
যেটায় তোমার আমার মাঝে থাকা
দুঃস্বপ্নরা লুকিয়ে থাকতে পারে;
আর ষষ্ঠ গোলাপে যেন কাঁটা থাকে
সেই কাঁটাগুলো যখন বিঁধবে হাতে
তোমার দেয়া প্রতিটি কষ্ট,
যেন আমার মনে পড়ে;
বাকি পাঁচটি টকটকে লাল গোলাপ
দিও তোমার পছন্দের গন্ধ মিশিয়ে,
ওদের সুবাসে মোহিত হয়ে,বাকি
জীবনটা তোমার স্মৃতিতে কাটাতে পারি;
তোমায় গোলাপ দিবসের শুভেচ্ছা, প্রিয়ে |