দিবা কিবা নিশিতে, যবে তুমি হাসিতে
বেদনা ধূলায় মিলে, যাতনা যাইতে মিশে,
নিভৃত যতনে চক্ষু অগোচরে সদা
মনের আবেগে হইত মলিন হৃদয়,
তব কোমল চরণে নূপুরের ছন্দে
মম হৃদয় যাতনা, মিলিয়া যাইত কোন ক্ষণে
লোক ভয় পিছে রাখি, নজরে সবার আসি
দেখিতাম তোমার ঐ ভুবন ভোলানো হাসি।